নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ।
সিটি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর পক্ষে বরিশাল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ এর নির্দেশনায়। বরিশাল নগরীর পলাশপুর ০৭ নং ওয়ার্ডে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের (সাবেক সভাপতি) চরগোপালপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক সামছুল বারী (মনির) ও চরগোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য গণ। তারা স্থানীয় জনসাধারণের কাছে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান এবং নৌকা মার্কার প্রার্থী লিফলেট বিতরণ করেন ।