প্রতারণা, বিশ্বাসভঙ্গ, বিভিন্ন অভিযোগে বিতর্কিত গায়ক মঈনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।
রাজধানীর ডেমরার বাসা থেকে শনিবার (২০ মে) ভোরে নোবেলকে আটক করা হয়।