নিজস্ব প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি আশ্রয়কেন্দ্র গত শনিবার রাতে প্রসাববেদনা উঠে জয়নব বেগমের।
প্রচন্ড বৃষ্টি এবং বাতাস থাকার কারণে তাকে হাসপাতালে নেওয়ার মতো কোন যানবাহন ছিল না । পরে পেকুয়া থানার ওসি ওমর হায়দার খবর পেয়ে তৎক্ষণিক স্থানে ছুটে যান । তার নিজস্ব গাড়ি করে হাসপাতাল নিয়ে গেলে । গতকাল রবিবার এক বছর সন্তানের জন্মদেন ওই জননী ।
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় অনুযায়ী ওই সন্তানের নাম রাখা হয় “মোখা” । জয়নব বেগম পেকুয়া উপজেলার রাজখালী ইউনিয়নের বামুলাপাড়ার মোহাম্মদ আরকানের স্ত্রী ।