জিহাদ হোসেন
স্বচ্ছতা জবাবদিহিতা ও সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে
আজ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা ও উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বার্ষিক বাজেট খাতের আয় – ১,৯৩,০৩,৩৮০ (এক কোটি ত্রিরানব্বই লক্ষ তিন হাজার তিন শত আশি টাকা) এবং ব্যয় – ১,৯২,০৫,৫০০ (এক কোটি বিরানব্বই লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা) উদ্ধৃত বাজেট – ১,০৯,৮৮০ (এক লক্ষ নয় হাজার আট শত আশি টাকা) এ সভায় উপস্থিত ছিলেন ০৮ নং চরগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সামছুল বারী (মনির) এবং উপস্থিত ছিলেন চরগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ জালাল খন্দকার ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য গন। জামে মসজিদের ইমাম গন ও শিক্ষক প্রতিনিধি এবং মহিলা বিষয়ক প্রতিনিধি।