পাবনার চাঞ্চল্যকর মালঞ্চী বাজারে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ০৭ ডাকাত আটক মালামাল উদ্ধার- পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলামের প্রেসব্রিফিং।।

নিজস্ব প্রতিবেদক ( পাবনা) ঃ
৩৬ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর মালঞ্চী বাজারে সংঘটিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ডাকাত দলের ০৭ জন সদস্য গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার।
রোববার (২৯ আগস্ট) দুপুরে পাবনা সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
তিনি বলেন, গত ২৪ আগস্ট মধ্যরাতে সদর উপজেলার মালঞ্চি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চারটি দোকানের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইলফোনসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সংক্রান্তে পাবনা সদর থানার মামলা নং-৯৩, তারিখ-২৪/০৮/২০২১, ধারা-৩৯৫/৩৯৭ (পেনাল কোড) রুজু হয়।
আসামীদের নাম-ঠিকানা এবং অপরাধ ইতিহাসঃ

আন্তঃজেলা ডাকাতদলের আটক ০৭ ডাকাত
উদ্ধারকৃত মালামালের বর্ননাঃ

❤️ Anna liked you! Click Here: http://bit.do/fSYTr?h=c05564304fe87bc1d807eed377df5745- ❤️