মো. সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকার ছনবাড়ি চৌরাস্তায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট । প্রায়শই এই যানজট লেগে থাকে দীর্ঘসময় । বিভিন্ন গন্তব্যে গমনকারী জনগণের জন্য দীর্ঘ হচ্ছে অনাকাঙ্ক্ষিত জনদুর্ভোগ, নষ্ট হচ্ছে মূল্যবান সময় । উপজেলার শিংপাড়া বাজার হতে ইজিবাইকে করে শ্রীনগরগামী কাতার প্রবাসী হাবিবুর রহমান নামে এক যাত্রী বলেন, অনেকক্ষণ যাবৎ জ্যামে পড়ে আছি । জরুরী কাজে শ্রীনগর যাওয়া দরকার,অথচ গাড়িতে বসেই ঘেমে অস্থির হতে হচ্ছে, এ অবস্থা হতে উন্নতি দরকার । লতিফা নামে এক বৃদ্ধ মহিলা ক্ষোভ ভরা কন্ঠে জানান, সরাসরি শ্রীনগর হতে কুসুমপুর যেতে চেয়েছিলাম । কিন্তু যানজটের কারনে ছনবাড়ি চৌরাস্তার ওপার গাড়ি থেকে নেমে হেঁটে এসে আবার এপার হতে গাড়ি করে বাড়ি যাচ্ছি, অথচ ড্রাইভার ভাড়া কম রাখেনি ।
পরিদর্শন কালে দেখা যায়, পদ্মা সেতুর সাথে সংযোগকারী ওভারব্রিজ থাকলেও পার্শবর্তী উপজেলা হতে আসা ঢাকাগামী বেশকিছু পরিবহন ওভারব্রিজ সংলগ্ন উপরের হাইওয়ে ব্যবহার না করে নিচের রাস্তা দিয়েই যাতায়াত করছে । তাছাড়া ওভারব্রিজের নিচে বেশিরভাগ সময়ই দেখা মিলে ব্যাটারি চালিত অসংখ্য অটোরিকশা, প্রায়শই এগুলো যত্রতত্র রাস্তার জায়গা দখল করে অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে ফেলে । লক্ষ্য করলে দেখা যায়, অত্র উপজেলার ছনবাড়ি সহ সকল রাস্তা জুড়ে অগণিত অটোরিকশার ছড়াছড়ি । রাস্তা অনুপাতে এদের সংখ্যা এতোটাই বেশি যে, যেকোনো সরু কিংবা লোকবহুল রাস্তায় এগুলোর কারনে সহজেই যানজট তৈরি হয়, ঘটে মারাত্মক দূর্ঘটনা । ঈদের সময় এ যানজট আরোও দীর্ঘস্থায়ী হয়, তপ্ত রোদে বাড়ে জনদুর্ভোগ ।
বিভিন্ন দিক হতে আসা অতিরিক্ত যানবাহনের জট নিরসনে কাজ করতে গিয়ে হিমশিম খেতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সহ উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদেরও । ছনবাড়ি চৌরাস্তায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে সরব হয়েছেন উপজেলাবাসী ও নানা প্রান্তের জনগণ । রাস্তা অনুপাতে যানবাহনের সংখ্যা নির্ধারণ ও মাত্রাতিরিক্ত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, ঢাকাগামী পরিবহনগুলোর ওভারব্রিজ সংলগ্ন হাইওয়ে ব্যাবহার, স্টপেজ বিহীন যত্রতত্র যাত্রী উঠানামা না করা, দিনের বেলায় (কন্সট্রাকশন কাজে নিয়োজিত গাড়ি ব্যতীত) ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সহ যানজট নিরসনে এ রকম আরো কিছু কার্যকর পদক্ষেপ নেয়া যায় বলে জানিয়েছেন পরিবহন বিশ্লেষকরা । যানজট নিরসনে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার জনগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।