জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার ৩ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পলাশতলা গ্রামের রাজমিস্ত্রী সোহেল রানার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে (১৫)।
মজা (বিস্কুট) কিনে দেওয়ার কথা বলে বাড়ির পিছনে গোরস্থান সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টা করলে প্রতিবন্ধী কিশোরীর ডাক চিৎকারে তার চাচা আঙ্গুর হোসেন এগিয়ে আসলে ধর্ষণ চেষ্টাকারী মোঃ হারুন (৪২) পালিয়ে যায়।
জানা যায় মোঃ হারুন একই গ্রামের রস্তুম আলীর ছেলে। জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ বলেন
এ ঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।