জিমাউফা বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য হলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন
নিজস্ব প্রতিবেদক
জিমাউফা বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যশোর জেলার মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের কৃতি সন্তান হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জিমাউফা বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করায় তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নুর হুসাইন আলী কে অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাংবাদিক মামুন গনমাধ্যম কে জানান তিনি যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই জন্য সবার নিকট দোয়ার দরখাস্ত করেন।
❤️ Margie is interested in your profile! Click Here: http://bit.do/fSYTr?h=84708d521a39c3c56bc8855c2b665a77- ❤️