রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাই ) বিকেলে উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এই খেলা উদ্বোধন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ খন্দকার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বর্নি ইউনিয়ন বনাম কুশলী ইউনিয়ন অংশ নেয়।
খেলায় বর্নি ইউনিয়ন -কুশলি ইউনিয়নকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
এ সময় অন্যদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাসসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন ।