ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪ আসামী
সালমান আহমেদ, মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী থানা পুলিশের অভিযানে
ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। জুয়েল মল্লিক(৩০), পিতা-বুলবুল মল্লিক, মাতা-শাহানাজ বেগম, সাং-দৌলতপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা স্ত্রী-রুমা বেগম, শ্বশুর মুন্নু, শাশুড়ী মনোয়ারা বেগম, সাং-কোষা গোপালপুর থানা-কোতয়ালী জেলা-ফরিদপুর ২। রবেন মিয়া (৪৮), পিতা-মৃত সামসু মিয়া, মাতা-নরুন্নাহার, সাং-শ্রীপুর বাঁশতলা, ৬নং ওয়ার্ড মধুখালী পৌরসভা, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর, বর্তমান সাং-মিরপুর-১০, জুট পট্টি, রোড নং-১৭, বাড়ী নং-৭, (ইঞ্জিনিয়ার আকন্দ এর বাড়ীর ভাড়াটিয়া) থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা, ৩। জসিম শেখ(৩০), পিতা-মৃত আবুল কাশেম শেখ, মাতা-আনোয়ার বেগম, সাং-দক্ষিণ মেদিনী মন্ডল, ৮নং ওয়ার্ড, ইউপি-মেদিনী মন্ডল থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, ৪। শহিদ শেখ(৩৪), পিতা-মোঃ আকমল শেখ, মাতা-জহিরুন বেগম, সাং-কবিরপুর (জনৈক সুকুর মিয়ার মুরগীর ফার্মের পাশে) থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে এসআই/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply