মোঃ রব্বানী বিশ্বাস, খুলনা প্রতিনিধি,
খুলনার ডুমুরিয়া উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষে অঞ্জনা সরকার (২০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল আনুমানিক ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সাজিয়াড়া বড় পুকুরের ওখানের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অঞ্জনা সরকার উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের শিমুল সরকারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়,অঞ্জনা সরকারের একটি ৩মাসের মেয়ে রয়েছে। ডুমুরিয়ার সাজিয়াড়া বড় পুকুরের ওখানে ভ্যান মোটরসাইকেল এক্সিডেন্টে একজন নিহত, মারাত্মক আহত একজন।
অঞ্জনা সরকারের বাড়ি সম্ভবত হাসানপুর খেয়াঘাটের ওদিকে৷খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের উদ্ধারকর্মী দল তাকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেইখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।আহতরা হলো,সন্যাসী কুমার বিশ্বাস (৪২),তার স্ত্রী আর্না বিশ্বাস (৩২) তাদের ছেলে শোভন বিশ্বাস(৭)। তার সবাই খুলনা মেডিকেলের চিকিৎসাধীন আছে।