মোঃ রাসেল হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি:বানারীপাড়া ব্লাড ব্যাংক এর পক্ষ হতে ডেঙ্গু এর প্রতিরোধের জন্য সচেতনতা মূলক র্যালি করা হয়েছে।
"রাখিবো চারপাশ পরিষ্কার করিব ডেঙ্গু প্রতিকার" এই স্লোগানকে সামনে রেখে জনসাধারণের উদ্দেশ্য চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বানে শনিবার ৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে সকাল ১০ টায় এই র্যালি শুরু করে সচেতনতার বার্তা ছরিয়ে দিয়েছে বানারীপাড়া ব্লাড ব্যাংক এর সদস্য মন্ডলীরা এর ধারাবাহিকতায় সচেতনতার কার্যক্রম করে উক্ত সামাজিক সংগঠটি তারিই ছোট্ট অংশ ছিলো বর্তামানের ডেঙ্গু হতে ডেঙ্গু প্রতিরোধে এই র্যালি করা হয়েছে, এতে করে সকলে সতর্কতা অবলম্বন করবে বলে ধারণা করেন তারা।
উক্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এই র্যালি করা হয় উক্ত র্যালিতে সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সালাম (প্রধান উপদেষ্টা বানারীপাড়া ব্লাড ব্যাংক)
মাইদুল ইসলাম রনি (প্রতিষ্ঠাতা ও পরিচালক,বানারিপাড়া ব্লাড ব্যাংক)
মোঃ শাহিন জমাদ্দার (সিনিয়র সহ-সভাপতি বানারিপাড়া ব্লাড ব্যাংক)
আরও উপস্থিত ছিলেন
নাঈম সেরনিয়াবাত (প্রতিষ্ঠাতা ও পরিচালক আগৈলঝারা ব্লাড ডোনার্স ক্লাব-এবিডিসি)
রাজিব চোকদার, প্রতিষ্ঠাতা দেশ মানব কল্যাণ সোসাইটি।
সাব্বির রহমান সাংগঠনিক সম্পাদক, কানাই চন্দ্রশীল কার্যকরী সদস্য, ফিরোজ সরদার দেশ মানব কল্যাণ সংস্থা, সুমন হাওলাদার সহ সভাপতি, অনিক খালাসী, মোঃ সাইফুল সদস্য বানারীপাড়া ব্লাড ব্যাংক, মোঃ আসাদুজ্জামান বানারীপাড়া আনসার বাহিনী কমান্ডার ও সদস্য এবং মোঃ অনিক, এরা উপস্থিত থেকে উক্ত র্যালি এর কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
উক্ত র্যালিতে বার্তা দেওয়া হয় এই যে, ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা তৈরি করি নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডাবের খোসা দধির হাড়ি প্লাস্টিকের বোতল ওয়ান টাইম সামগ্রী তে স্বচ্ছ পানি জমতে দিবো না তাহলে এডিস মশার জন্ম নেয় সেখান থেকে ডেঙ্গু প্রকোপ বাড়ে তাই আসুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি।
ডেঙ্গু প্রতিরোধে সভায় সকলে সচেতন হই।
উক্ত র্যালিতে সাধারণত মানুষকে সচেতনতার এই বার্তা পৌছাঁনো হয়েছে।
উক্ত র্যালিটি বানারীপাড়া ব্লাড ব্যাংক এর কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বানারীপাড়া বাজার ঘুরে প্রেসক্লাব এর সামনে সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: আরিফুল ইসলাম +60195416065 নির্বাহী সম্পাদক: সম্রাট হোসেইন +8801924665561
Copyright © 2023 A2zbarta.Com. All rights reserved.