ময়মনসিংহের ভালুকায় বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়,,।
বুধবার সকালে ৩১ মে উপজেলার প্রশাসনের আয়োজনে একটি রেলী উপজেলা পরিষদ চত্বর হইতে বের হয়ে গরুর্তপুর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ করেন, রেলীতে প্রশাসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাএ ছাএী ও সচেতন মহলের ব্যাক্তি বর্গ অংশ গ্রগন করেন, ।
রেলী শেষে নির্বাহী কর্মকর্তা মো: এরশাদুল আহমেদ এর সবাপতিত্বে উপজেলা সভা কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়,আলোচনায ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ প্রশাসনের অনেকে কর্মকর্তা অংশ গ্রহন করের।