মোঃ হানিফ বিন রফিক
স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা লেখাপড়ার পাশাপাশি সকাল ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে ।এসব কার্যক্রম পরিচালনায় সবসময় ছাত্রদের পাশে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদ টাকসু।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র ভিপি মুহাম্মাদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক ভিপি মু. খাইরুল আনাম, মিসবাহুল হাসান শাওন,সাবেক দপ্তর সম্পাদক ইব্রাহিম শিশির।
অত্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস জনাব নাজিব মাহমুদ। এসময় কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ওয়েবসাইটটিতে ছাত্রসংসদের সকল কার্যক্রম, আ্যালামনাই এসোসিয়েশন, তুরাগ শিল্পী গোষ্ঠী, আল ইত্তিহাদ ফাউন্ডেশন সহ বিভাগীয় সকল কার্যক্রম নিয়ে ওয়েবসাইটটি সাজানো হয়েছে।