দুঃস্থ নারীরা পেলেন সেলাই মেশিন ও নগদ অর্থ
হেলাল হোসেন কবির : আজ ৮ আগস্ট সকাল ১০ঘটিকায় জেলা প্রশাসক লালমনিরহাট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা, দোয়া ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাঃ রাশেদুল হক প্রধান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা জাহান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মামুন অর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ প্রমুখ। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply