মোঃ রাসেল হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:
দেশীয় ৪৫ রকমের ফলের প্রদর্শনী অনুষ্ঠিত করলো বিডি ক্লিন-বরিশাল এর সদস্যরা।
বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহকৃত প্রায় ৪৫ রকমের দেশীয় ফলের প্রদর্শনী, উক্ত সংগঠনের স্থানীয় সদস্যদের মাধ্যমে বরিশালের বিভিন্ন স্থান হতে এই সকল ফল সংগ্রহ করা হয়।
গত ৯ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি হল রুমে এই প্রদর্শনী করা হয়, এবং প্রদর্শনীটাকে প্রতিযোগীতা মূলক হিসেবে তারা পপ্রদর্শনী করছেন এবং উক্ত প্রদর্শনীতে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন বিডি ক্লিন-বরিশাল এর সদস্য লামিয়া ফরাজি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ-
ডাঃ মোঃ খোরশেদ আলম
(প্রক্টর, বরিশাল বিশ্ববিদ্যালয়)
সুপ্রভাত হালদার
(রেজিস্ট্রার ও ডিন,আইন অনুষদ,বরিশাল বিশ্ববিদ্যালয়)
সঞ্জয় কুমার সরকার
(সহকারী অধ্যাপক,বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়)
মোঃ মহিউদ্দিন খান ইমন
(প্রভাষক,রসায়ন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়)
মাসুদুর রহমান
(আঞ্চলিক সমন্বয়ক, বিডি ক্লিন – বরিশাল)
এবং আরো বিভিন্ন ব্যক্তিত্ব গুনিজন উপস্থিত ছিলেন,
এবং বিডি ক্লিনের সদস্যরা আনন্দ উৎফুল্লের সাথে ফল প্রদর্শনী ও জৈষ্ঠ উৎসব ১৪৩০ উদ্যাপন করেন।
এবং তারা সকলে উপস্থিত সকলের প্রতি শুভ কামনা ও পরিচ্ছন্ন ভালোবাসা জানান।
এবং সকল সদস্যরা বিশ্বাস করে যে আমরা বিডি ক্লিন – বরিশাল, এগিয়ে যাব পরিচ্ছন্ন বরিশাল তথা বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ভুমিকা হবে অনুকরণীয় দৃষ্টান্ত।
এবং তারা এগিয়ে যাবে বহুদূর সেই বিশ্বাস রেখে অনুষ্ঠানটি শেষ করে।