মোঃ রব্বানী বিশ্বাস, খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ১নং ধামালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯জুলাই রবিবার বিকালে বরুনা বাজারে মাঠে এ কর্মসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ।
১নং ধামালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সালাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তাক কামাল (খোকন), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী সিরাজুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোল্যা সোহেল রানা, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মঞ্জুর রশিদ রানো,ডুমুরিয়া উপজেলা পরিষদের মাহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান তৌহিদ, ১২নং রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মন্ডল, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহমেদ লিটন, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রাজা, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকারুল আলম সুমন, খার্নিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান লিমন, ধামালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রব্বানী বিশ্বাস, শেখ তরিকুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন,আগামী সংসদ নির্বাচনে আবারে বাবু নারায়ণ চন্দ্র চন্দ নমিনেশন পাবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বাবু নারায়ণ চন্দ্র চন্দকে জয়যুক্ত করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলাও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।