শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮২ বার পঠিত:

মোঃ শাকিল আহমেদ, চৌহালী প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব হাসান

শনিবার (২৯ জুলাই) চৌহালী উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে, গত ১৯জুলাই সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।

মোঃ মাহবুব হাসান ৩৫তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা কুমিল্লা । চৌহালীতে যোগদানের আগে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কতৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

চৌহালী নবাগত ইউএনও মোঃ মাহবুব হাসান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। চৌহালী উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় চৌহালী উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান কে ফুলেল শুভেচ্ছা জানান, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, সাবেক (ভারঃ) ইউএনও ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির, চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com