বিপুল রায় -(নাগেশ্বরী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়সশী ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজ সোমবার (১৫ মে) সকাল আনুমানিক ১০ টার সম এস.এস.সি পরীক্ষার্থীর মৃত্যু হয়।
মৃত জেসমিন আক্তার উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধনের কুটি ফকিরের হাট বাজারের পাশে জমির উদ্দিন এর মেয়ে।
স্থানীয় সুত্রে জানাগেছে, মৃত জেসমিন এর বাবা জমির উদ্দিন ধান ভাঙ্গানীর কাজে বাড়ির বাহিরে গেলে জেসমিন মোবাইল চার্জ দেয়ার জন্য বিদ্যুতের বোর্ডে সংযোগ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
জেসমিনের বাবা বাসায় এসে মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে। এর পর এলাকাবাসীর সহযোগিতায় জেসমিনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। পরে মৃত জেসমিনকে পারিবারিক করব স্থানে দাফন সম্পন্ন করা হয়।