বিপুল রায়-(নাগেশ্বরী)কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আসলাম হোসেন সওদাগর, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো মোস্তফা জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লিয়াকত আলী লাকু, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, আরো অনেকে মিছিলে যোগ দেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো মোস্তফা জামান বক্তব্য প্রধানকালে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হুমকি আমরা আওয়ামী পরিবার মেনে নিবো না, ৭১ এর দালাল রাজাকারের কালো হাত গুরিয়ে দিতে আমরা সর্বদা প্রস্তুত আছি, এই মিছিলের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগ সবসময় প্রস্তুত আছি, সব ধরনের অপশক্তি রুখে দেওয়ার জন্য।