বিপুল রায়-(নাগেশ্বরী)কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ০৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধরসহ কুখ্যাত মাদক কারবারি শাহিনুর'(৩৩)কে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গত ১৬ মে ২০২৩ নাগেশ্বরী থানাধীন ব্যাপারীরহাট থেকে পূর্ব রামখানা মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে যায় কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহিনুর ইসলাম (৩৩) কে ০৪ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম। আটককৃত শাহিনুরের বাসা একোই এলাকায় রামখানা গ্রামে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।