চট্টগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম
গন্ডামারা ইউনিয়নের অধিকাংশ মাহফিলে যিনি সভাপতিত্ব করতেন,
বৈরি হাওয়া উপেক্ষা করে কোথাও মাহফিল হলে যিনি আমাকে কল করে বলতেন নাতি আসো মাহফিলে যাব।আমিও গাড়ি নিয়ে চলে যেতাম।
সেই মহান মানুষ জনাব আলহাজ্ব ডাঃ শাহ আলম সিকদার চির বিদায় নিলেন।
সেই ডাক আর শুনবনা,মাহফিলের সভাপতি হিসেবে আর পাবনা ভাই আপনাকে।
ভাবতে বুকটা ভেঙে যায়।
হে আল্লাহ তুমি আমাদের বড়ভাইকে জান্নাতের উচ্চ মকাম দান করুন (আমিন)