নিজস্ব প্রতিনিধি
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক । সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (স্থানীয় সময় ১০ টায় ) পৃথিবীর মায়া ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ফ্লাইটে বাংলাদেশে আনা হবে । প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন এই অভিনেতা । পরে অভিনয় জীবনের ইতি টেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ।