মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি।যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত বিশ্বজয়ী কুরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরিম। রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা স্কুল মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।হাফেজ তাকরিম উপজেলার উমারপুর গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে।সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে সিরাজগঞ্জের চৌহালীর কৃতীসন্তান ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরিম ৩য় স্থান অর্জন করে। তার এই বিশাল অর্জনে বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করে।ওয়াটা কেমিক্যালের চেয়ারম্যান শিল্পপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ঢাকার নিউ মার্কেট বায়তুল জামে মসজিদের খতিব আল্লামা হাসান জামিল দাঃবাসঞ্চালনা করেন জনাব এস এম সেলিম রেজা। ,সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন , আ’লীগের সভাপতি মো: তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, থানার ওসি হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল ও প্রমুখ ৷ পরে অতিথিরা হাফেজ তাকরিমকে ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা ও ফুলেল সংবর্ধনা প্রদান করেন ৷ এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন”