মোঃ রাসেল হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি: নিরক্ষরতাদূরীকরণের উদ্দেশ্য নিয়ে বরিশাল নগরীর শ্রমজীবি বয়স্ক নিরক্ষর নারীদের স্বাক্ষর জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে কসাইখানা কলোনীতে বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে আগামি কাল শুক্রবার (৮ই সেপ্টেম্বর ২০২৩) বিকেল ৪টায় সময় নিরক্ষরতাদূরীকরনে স্যাটেলাইট স্কুলের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার। সভায় শালিণ্য সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফরের সভাপতিত্বে ও শালিণ্য কোষাধ্যক্ষ নীলাঞ্জনা শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিসি ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আলম তাজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের APC প্রকল্পের কর্মকর্তা সুবির সাহা, শালিণ্য যুগ্ম সম্পাদক ইন্দ্রজিত কর্মকার, শিক্ষক আখতার হোসেন, DYS এর সদস্য সজিব চন্দ্র দে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনিয় অনুষ্ঠানে উপস্থিত থাকে, এবং বিশেষ করে যারা নিরক্ষর তাদের কে উদ্বোধনিয় ভাবে প্রথম দিনের মতো লেখা শেখানো হয়েছে এবং তাদের এই স্যাটেলাইট স্কুলে শিখতে পারবে সকল পেশাজীবনে নিরক্ষর সকল সাধারণ মানুষ এবং তাদের কে হাতের লেখা শিখানোর জন্য রয়েছে স্যাটেলাইট স্কুলে মানসম্মত শিক্ষক মন্ডলি দ্বারা পরিচালিত হবে এই স্কুলটা সম্পূর্ণ ভিন্ন রুপের এই স্কুল করায় স্থানীয় সাধারণ মানুষ অনেক খুশি এবং অনন্দ প্রকাশ করেছে এই স্কুলটি হওয়াতে এই রকম ভাবে শিক্ষার আলো ছড়িয়ে যাক সকল শ্রেণি সকল নিরক্ষর মানুষের মাঝে সেই আশাবাদী ও আমরা।
প্রকাশক ও সম্পাদক: আরিফুল ইসলাম +60195416065 নির্বাহী সম্পাদক: সম্রাট হোসেইন +8801924665561
Copyright © 2023 A2zbarta.Com. All rights reserved.