জাহিদ হাসান লাবু, নীলফামারী
নীলফামারীতে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামায়াতের
নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার বিকেল ৩ টায় নীলফামারী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পি , সাধারণ সম্পাদক মোঃ শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর সাদেক (তুহিন), নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, নীলফামারী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শ্রী প্রবানন্ধ রায় রাখাল, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক), সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাফিজ সহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আজ শনিবার সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।
এদিকে বিএনপি গণঅবস্থানের নামে যেন কোনো সহিংস ও নাশকতা করতে না পারে সেজন্য নীলফামারী শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন নীলফামারী জেলার আওয়ামী লীগ, যুবলীগ সহ সর্বস্থরের নেতাকর্মীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বিএনপির গণঅবস্থানের প্রতিবাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে আওয়ামী লীগ সহ যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।