নড়াইল প্রতিনিধি: নড়াইলে অসহায় ও দুঃস্থ্ শীতার্তদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ১ হাজার ২শ’ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে জেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
নড়াইল জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত এসব কম্বল বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ লুৎফর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম খন্দকার সহ অনেকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদ চত্বরে মোট ১ হাজার ২’শ কম্বলের মধ্যে ৭শ কম্বল বিতরন করা হয়। বাকি ৫শ কম্বল জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে তাঁদের নির্বাচনী এলাকায় বিতরণ করা হয়।