সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন

পরিক্ষা না দিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি, সংশোধনীতে বাদ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২১৬ বার পঠিত:

শেখ সালমান আহমেদ, মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র পরীক্ষায় অংশ না নিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তবে পরে সংশোধনী ফলাফলে তার নাম বাদ পড়েছে। এ বিষয়ে রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চন্দ্র গণমাধ্যমে দেয়া বক্তব্যে বলেন, পরীক্ষার সময় ওই ছাত্র অসুস্থ থাকায় অংশ নিতে পারেনি। তারপরেও ফলাফল শিটে তার নাম আসে। পরবর্তীতে সংশোধনী তালিকায় তার নামটি বাদ পড়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদ গণমাধ্যমকে জানান, এ উপজেলা থেকে ৪৮ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এছাড়া ১২১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তবে রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। সেখান থেকে তিনজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথমে চারজনের নাম আসলেও পরবর্তীতে সংশোধনী তালিকায় ওই ছাত্রের নাম বাদ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com