এম জালাল উদ্দীন,পাইকগাছা খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছার চাঁদখালীতে প্রায় ২ যুগেরও বেশি সময়ের জনবহুল জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। জানা গেছে চাঁদখালীর ইউনিয়নের চককাওয়ালীর ৬ নং ওয়ার্ডের উক্ত রাস্তাটি দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলূম মাদ্রাসার পাশ ঘেঁষে হওয়ায় শত শত তলবে এলেম’র ছাত্ররা’সহ অত্র এলাকার হাজারো মানুষের চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হয় প্রায় ২ যুগ ধরে এমনকি উল্লেখিত রাস্তাটি দিয়ে ভ্যানগাড়ী,মোটরবাইক, বা বড় ধরনের যানবাহন চলাচলেরও কোনো পরিস্থিতি ছিলোনা ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় অত্র এলাকার মানুষগুলোর।
চলমান জনভোগান্তি পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে জনবহুল উক্ত রাস্তাটি দিয়ে এলাকার মানুষগুলো সুন্দর স্বাচ্ছন্দে যাহাতে চলাচল করতে পারে সেই লক্ষে উদ্যোগ নেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস।
ফলসরুপ শুক্রবার সকাল ৮ টায় উপরে উল্লেখিত রাস্তাটির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, এসময়ে তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন এ মাটিতেই আমার জন্ম আমি আপনাদেরই সন্তান আপনারা জানেন আমি আপনাদেরই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সুদূর আমেরিকার আলিশান জীবন যাপন রেখে শুধুমাত্র আমার জন্মভূমি’র মানুষগুলোর সেবা করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমৃত্যু করে যাবো ইনশাআল্লাহ্ কেননা এটা আমার মরহুম পিতার স্বপ্ন ছিলো, পরিশেষে তিনি বলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের জন্য দোয়া করবেন।
উক্ত রাস্তাটির উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার, ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কাইয়ূম হোসেন নান্নু, শচিব মোঃ আব্বাস উদ্দিন, আনিছুর রহমান সানা, মহিলা ইউপি সদস্য ফাতেমা’তুজ জোহরা রুপা, যুবলীগনেতা জিয়াউর রহমান (কমল) সেচ্ছাসেবক’লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, মোঃ আজিজুল গাজী, জাহিদ হাসান, মোঃ মোকলেছুর রহমান গাজী, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ’সহ সর্বসাধারণ।