এম জালাল উদ্দীন,পাইকগাছা খুলনা,প্রতিনিধি:
খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চৌমুহনী বাজারে একটি আধুনিক গন শৌচাগার উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে অত্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিলো উক্ত গন শৌচাগারটি যাহারই প্রেক্ষিতে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বিষয়টি অত্যান্ত গুরুত্ব সহকারে আমলে নিয়ে খুলনা ৬’এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামনা বাবু’র সহায়তায় বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় ১৭ লক্ষ ব্যয়ে উক্ত গন শৌচাগার’টির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, এসময়ে তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন আওয়ামীলীগ সরকার সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করেন তিনি আরো বলেন আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন।
উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অরুন ঢালী ও মোঃ শহিদুল ইসলাম, চাঁদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য আনিছুর রহমান, মোঃ আজিজুল গাজী’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।