এম জালাল উদ্দীন। পাইকগাছা উপজেলা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলার দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নে বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার “টিসিবি’র পন্য বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় দেলুটি ইউনিয়ন পরিষদ চত্বরে মোট ৯৬২ পরিবারের মাঝে ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাউল,৫ কেজি চাউল পরিবার প্রতি মোট ৪৭০ টাকা দামে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
উক্ত টিসিবি’র পন্য বিতরণ এর শুভ উদ্বোধন করেন দেলুটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবু রিপন কুমার মন্ডল।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান,মুক্তিযোদ্ধা মীনা আলাউদ্দিন,আওয়ামীলীগনেতা অনিল কুমার মল্লিক,কার্তিক চন্দ্র রায়,শেখ মোহাম্মদ আলী,ইউপি সদস্য সুকুমার কবিরাজ,রামচন্দ্র টিকাদার,কিংশুক রায়,রবীন্দ্রনাথ মন্ডল,চম্পক বিশ্বাস,পলাশ কান্তি রায়,রিংকু রায়,বদিয়ার হোসেন,পবিত্র সরদার,লক্ষ্মী রানী সরকার,বিনতা সরকার,মেরী রানী সরদার,ইউপি সচিব বিজয় কুমার পাল,হিসাব সহকারি বুলবুল আহম্মেদ,গ্রামপুলিশ’সহ আগত শত শত সুবিধাভোগিরা।