এম জালাল উদ্দীন
খুলনার পাইকগাছায় রাড়ুলী ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় মাববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। সম্প্রীতি ৬ জুন বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস প্রধান শিক্ষককে লাঞ্চিত করায়।
উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন রবিবার বিকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক সমিতির উপজেলা সহ সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এম এম মতিউর রহমানের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি রহিমা আফরোজ শম্পা, মোঃ খায়রুল ইসলাম, সুকৃকি মোহন সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মধু সুধন সরকার, সম্পাদক, শেখ আব্দুর রহমান, কোষাদক্ষ শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান, জি এ গফুর, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার, আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার, ধ্রবজ্যোতি মিস্ত্রী, পলাশ কান্তি মজুমদার।
এসময়ে বক্তরা বলেন, সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন ন্যাক্কার জনক আচারণে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে, আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে উক্ত বিষয়ের সুস্থ সমাধান চাই। পাশাপাশি বক্তারা বলেন আমরা আরশাদ আলীর সভাপতি বাতিল করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই।
মানববন্ধন শেষে শিক্ষরা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নিকট স্মারকলিপি প্রদান করেছেন। অন্যদিকে উপরে উল্লেখিত ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।