এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১ ইয়াবা ব্যবসায়ী’সহ অন্যান্য মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাইকগাছা থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দিকনির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১ ইয়াবা ব্যবসায়ী’সহ অন্যান্য মামলার ৫ আসামিদের গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে শনিবার রাতে এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে বাঁকা ব্রিজের ওপর থেকে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাবুলাল বিশ্বাস এর ছেলে সুমন বিশ্বাস (২১)’কে ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে ১০ পিচ ইয়াবা’সহ হাতেনাতে গ্রেফতার করেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্যান্য মামলায় ৫ জন আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ। উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে বাঁকা থেকে ১ জন ইয়াবা ব্যবসায়ী ও অন্যান্য মামলায় ৫ জন আসামিদের’কে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং রবিবার তাদের সকলকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।