এম জালাল উদ্দীন। পাইকগাছা উপজেলা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রমের গতিশীলতার আনায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যা ও করণীয় শীর্ষক পৃথক পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়’র আয়োজনে উভয় সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। আলোচক ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার, সহকারী পরিচালক মোঃ আইনাল হক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর স্বাগত বক্তব্য ও উপস্থাপনার মধ্যে দিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, পল্লী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাছিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, সিএ কৃষ্ণ মন্ডল, সুমন ঘোষ, খুলনা রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।