এম জালাল উদ্দীন।
খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের লক্ষীখোলা, কেওড়াতলা, হেতালবুনিয়া ও মাঠাম গ্রামের পানি সরবরাহের অন্যতম মাধ্যম ছিলো কামুক্ষিয়া খাল যার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। খালটি খননের অভাবে বহু বছর যাবৎ অত্র গ্রামগুলোর পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিলো। যার ফলে ধান ও মাছ চাষে ব্যাপক ক্ষতি হচ্ছিলো। জানা গেছে দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ খালটি খননের পরিকল্পনা করতেছিলেন পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। তাহাই প্রেক্ষিতে গত ২৭শে ফেব্রুয়ারি বে সরকারি (উন্নয়ন সহযোগী) সংস্থা উত্তোরণের মাধ্যমে চেয়ারম্যান তুহিন উক্ত খালটি খননের শুভ উদ্বোধন করেন। এদিকে আজ ১৫ই এপ্রিল সোমবার সকাল ১১ টায় জন গুরুত্বপূর্ণ এ খালটি পরিদর্শন করতে আসেন নেদারল্যান্ডস এ্যামবেসিতে কর্মরত Mr Matthijs Woudstra, Deputy Head of Mission. Mr Osman Haruni, Senior Policy Advisor. Mr Mushfiqua Zaman Satiar. Mr Aminul Islam, Financial Advisor. এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, অত্র ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন), ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান ও জি এম তাজ উদ্দিন, এস আই মুস্তাফিজুর রহমান’সহ পুলিশ সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।