এম জালাল উদ্দীন,পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য গাঁজা’সহ ১ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কঠোর তৎপরতায় ১ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে বরিবার এসআই ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পাইকগাছা থানাধীন রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুরের শহর আলী সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার (৩২) কে মাদক বিক্রয়কালে ৫০ গ্রাম গাঁজা’সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
উক্ত ব্যাপারে জাহাঙ্গীর সরদারের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কাল তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।