এম জালাল উদ্দীন। পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আফরোজ শাহীন খসরু মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এসময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা রিপোর্টার্স ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন। উল্লেখ্য নবাগত এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃতি সন্তান ও স্থায়ী বাসিন্দা । পিতা শেখ আজিজুর রহমান ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। মা নার্গিস শাহীন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিসিএস ৩৬ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে তিনি নড়াইল ডিসি অফিস, কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। অদ্য ৩০ মে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন। যোগদান করে নবাগত এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু সেবার মানসিকতা রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি পাইকগাছা উপজেলা বাসীকেও তিনি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।