এম জালাল উদ্দীন
খুলনার পাইকগাছায় ৪ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কঠোর তৎপরোতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে বুধবার রাতে গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের মোঃ আমজেদ মোড়লের ছেলে মোঃ সাইফুল মোড়ল (৪০) ও উপজেলার হাচিমপুর গ্রামের মোঃ হানিফ গাজীর স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম (৩৫) কে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করা হয়েছে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো দুই পরোয়ানার আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের নামে ওয়ারেন্ট থাকায় তারা দীর্ঘদিন পলাতক ছিলো অবশেষে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।