এম জালাল উদ্দীন।
খুলনার পাইকগাছায় বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। পাইকগাছা থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় তাদেরকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে সোমবার রাতে থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার চাঁদখালীর রমজান সরদারের ছেলে মোঃ আজিজ সরদার (৫০) ঘোশাল গ্রামের মৃত মোহর আলীর ছেলে মোঃ ওসমান মল্লিক (৪৫) ও রাড়ুলী ইউনিয়নের সেহেল উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম সরদার (২৫) কে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করা হয়েছে। উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামি’রা বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।