পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ ইট ভাটাকে জরিমানা করেন- ইউএনও মমতাজ বেগম
এম জালাল উদ্দীন।
খুলনার পাইকগাছায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে ইট তৈরির অপরাধে ২ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও মমতাজ বেগম। জানা গেছে রবিবার দুপুর ২ টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গার মোঃ মান্নান গাজীর বিবিএম ব্রিকস ও আব্দুল জলিলের আল্লাহর দান ভাটায় সরকারি নিয়ম নীতি অমান্য করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে ইট তৈরি করার অপরাধে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ মোতাবেক উক্ত ইটভাটা মালিকদের ৩০ করে দুটি ইটভাটা’কে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেশকার মোঃ ইব্রাহিম হোসেন ও আনসার সদস্যবৃন্দ। উল্লেখ্য উপরে উল্লেখিত ইট’ভাটা মালিকদের এর আগেও সরকারি নির্দেশনা অমান্য করে ইট তৈরির অপরাধে জরিমানা করা হয়েছিলো।