শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন

পাইকগাছায় মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তি করায় আটক ১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৬৭ বার পঠিত:

 

এম জালাল উদ্দীন

খুলনার পাইকগাছায় মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তি করায় মিহির মন্ডল কে জনতার কাছ থেকে উদ্ধার করে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।পুলিশ পলাতক ওপর আসামি অনুজ কে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। জানা যায়,পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের
অজিত মন্ডলের ছেলে মিহির মন্ডল ও তার ভাইপো অনুজ মন্ডল বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা পৌর সদরের মৎস্য আড়ৎ(মাছ কাটা)এ মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তি করলে ধর্মপ্রান মুসল্লীরা জানতে পেরে মারপিট শুরু করলে মৎস্য আড়ৎদারি সমিতির লোকজন মিহির কে সমিতির কার্যালয়ে আটকে রাখে এবং অনুজ পালিয়ে যেতে সক্ষম হয়। হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীরা বিক্ষোভ করতে থাকলে পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্হলে পৌছে মিহির কে উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় ব্যবসায়ী রনি বাদী হয়ে মিহির মন্ডল কে প্রধান আসামী করে দুই জনের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উষ্কানিমুলক অপরাধে মামলা দায়ের করে। পাইকগাছা থানার মামলা নম্বর ৩৪,তাং ২৭/০৭/২৩ইং।ধারা ১৫৩/২৯৫(ক)। পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান,মিহির মন্ডল কে জেল হাজতে পাঠানো হয়েছে আর অপর আসামী অনুজ কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে পাইকগাছা থানার ওসির তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়াতে ও ধর্মপ্রাণ মুসলমানদের অশান্ত পরিস্থিতি শান্ত করায় ধন্যবাদ জানিয়েছেন পাইকগাছার ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও পৌরসভা ইমাম পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com