পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এক ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় সংরক্ষিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায় উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও ৩ জন ইউপি সদস্যের বিরুদ্ধে জেলা প্রশাসক’সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত ইউপি সদস্য অরুনা বেগম। এছাড়া তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের নামে অভিযোগ করেন বলে জানা যায়। সথানীয় বেশ কয়েক জনপ্রতিনিধি বলেন মানুষকে হয়রানি করা অরুনার একটা বদ অভ্যাসে পরিনত হয়েছে। তাহার এমন ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। সভায় অরুনার বিষয়ে বিভিন্ন লোকের কাছ থেকে কার্ড করে দেয়ার নামে অর্থ আদায় ,মাসিক সভায় হাজির না থাকায় তার বিরুদ্ধে রেজুলেশন লিখিত হয়েছে। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন,টিএম হাসানুজ্জামান, তাজউদ্দীন আহম্মেদ, শরিফুল ইসলাম লিটন,জাহাঙ্গীর আলম,প্রেমানন্দ সানা,অরবিন্দ কুমার মন্ডল,দীলিপ কুমার মন্ডল,মর্জিনা বেগম ও অঞ্জলি ঢালী প্রমুখ।৷ সভায় সংরক্ষিত মহিলা সদস্য অরুনা বেগম যদি অনিয়ম,দুর্নীতি বন্ধ না করেন এবং পর পর তিনটি সভায় উপস্থিত না থাকেন তাহলে পরিষদের পক্ষ থেকে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।