পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামি’সহ ৩ আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। পাইকগাছা থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে শুক্রবার রাতে এএসআই সামাদ সঙ্গীও ফোর্স নিয়ে পাইকগাছা থানাধীন লস্করের খড়িয়া গ্রামের মোঃ শাহাজাহান ঢালীর পুত্র মোঃ রেজওয়ান ঢালী (৩৫)কে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খড়িয়া তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিশেষ অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামিদের’কে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে এবং শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।