সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রতিনিধি :সাতক্ষীরা শ্যামনগর নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুই দিন ব্যাপী পরিবেশ পণ্য পরিষেবা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাবের আয়োজনে। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের সহযোগিতায়
শুক্রবার সকাল দশটায় ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু কোটের পি পি, এম, এস এম জহুরুল হায়দার বাবু।
নওয়াবেঁকী এন জি এফ এর ডিরেক্টর মাইক্র ফিন্যান্স আলমগীর কবির,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভবতোষ মন্ডল, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের ম্যানেজার খালেদ শামস প্রমূখ। শ্যামনগর পাইলট মাঠে
শনিবার পযর্ন্ত চলবে পরিবেশ পণ্য পরিষেবা উন্নয়ন এ মেলা।মেলায় পরিবেশের সাথে মিশিয়ে বিভিন্ন পণ্যের স্টল দিয়েছে। এবং নাগর দোলা,নৌকা দোলা, ঘোড়ার চ্রকী সহ বিভিন্ন রকমারী খেলনা এসেছে। দর্শনার্থীরা ভীড় জমায়েছেন এ মেলাতে। বিশেষ করে মেলাতে পাবেন সুন্দরবনের গোল গাছে।