চট্টগ্রাম জেলা প্রতিনিধি,আরিফুল ইসলাম:আনোয়ারা উপজেলার পিএবি সড়কে রাতের আঁধারে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে দেশীয় অ”স্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশের একটি টিম।
গতকাল ১১ মে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পিএবি সড়কের শোলকাটা মোড়ের উপর আনোয়ারা থানা পুলিশের একটি টিম ডিউটিকালে তাদেরকে দেশীয় অ”স্ত্রসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া থানার নিঝুমদ্বীপ এলাকার মোঃ সেলিমের ছেলে আলাউদ্দিন(২২),বাঁশখালী থানার বৈঁলগাও ২নং ওয়ার্ডের মোঃ সেলিমের ছেলে মোঃ আকিব(১৯),একই এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ খোরশেদ (২৭),বাঁশখালী থানার খাঁনখানাবাদ ইউনিয়নের রায়ছাটা এলাকার আনোয়ার আজিমের ছেলে মোঃ রিদুয়ান (২১)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান,পিএবি সড়কের শোলকাটা মোড়ের উপর ডা”কাতির চেষ্টাকালে চারজনকে দেশীয় অ”স্ত্র সহ গ্রেফতার করা হয়।তাহাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির চেষ্টা সহ অ”স্ত্র মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামীদের বিরুদ্ধে অন্যান্য থানায় অ”স্ত্র ও ছি”নতাই মামলা রয়েছে।