হাসিবুর রহমান,পিরোজপুর জেলা প্রতিনিধি : জেলা প্রশাসন পিরোজপুরের আয়োজনে আজ ২৪মে সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে উদ্ভোধন করা হয়েছে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৩।
মেলার শুভ উদ্ভোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, মেলায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেকসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিদের নিয়ে মেলায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট স্টল ঘুরে দেখেন।
মেলায় অংশগ্রহণ করেন পিরোজপুর জেলার সকল উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।