হাসিবুর রহমান,পিরোজপুর জেলা প্রতিনিধি :
আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল-আয্হা।
পিরোজপুরে জমে উঠেছে পশু কোরবানির হাট। পিরোজপুর জেলায় ঐতিহ্যবাহী পশুর হাট বলেশ্বর ব্রীজ সংলগ্ন।
বাজারে ২২জুন বৃহস্পতিবার সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। খামারিদের পাশাপাশি স্থানীয় অনেকেই গরু এবং ছাগল নিয়ে এসেছেন এই হাটে। তবে বৃষ্টি উপেক্ষা করে পছন্দের পশুটিকে কিনতে দাম কষাকষি করছেন ক্রেতারা। এ দিকে দাম নিয়ে ভিন্ন মতামত দেখা দিয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন গত বারের চেয়ে এবার দাম একটু বেশি, বিক্রেতারা বলছেন খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় এবার দাম একটু বেশি। তবে সকাল থেকেই যাছাই বাছাই আর দর কষা কষির মধ্য দিয়ে চলছে পশু কেনাবেচা। ক্রেতা-বিক্রেতা উভয়ই বলছেন, ঈদের দুই থেকে তিন দিন আগেই মূলত ভালভাবে বেচা-কেনা শুরু হবে। এবার কোরবানীর পশুর সরবরাহ বেশি থাকায় দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা গরুকে বিভিন্ন ভাবে সাজিয়ে বাজারে তুললেও দূরের ব্যবসায়ীরা ট্রাক যোগে প্রচুর সংখ্যক গরু বাজারে তুলেছেন। বাজারে বিভিন্ন আকারের গরু, ছাগল উঠেছে।
বাজার কতৃপক্ষ জানান, এবারের পশুর হাটে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সার্বক্ষণিক পশুচিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে।এবং বাজারে আইন শৃঙ্খলা রক্ষায় পিরোজপুর সদর থানা পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।