হাসিবুর রহমান, পিরোজপুর জেলা প্রতিনিধি : আজ ২৬মে শুক্রবার অনুষ্ঠিত হয় পিরোজপুর জেলা বিএনপির জন সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক-অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব-গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক-শেখ রিয়াজ উদ্দিন রানা, পিরোজপুর সদর থানা সভাপতি-মহিউদ্দিন মল্লিক নাসির, সদর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব-মোঃ নাদিম শেখ, ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব-মোঃ রানা মল্লিক।
এসময় নেতৃবৃন্দরা বলেন উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি দমন এবং ১০ দফা দাবীত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।