বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
“মুন্সিগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফিরেছে একটু হলেও স্বস্তি” রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন রৌমারীতে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি যাদুরচর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা পাইকগাছার চাঁদখালীতে প্রায় ১ যুগ ধরে অবহেলিত রাস্তার উদ্বোধনে ; স্বস্তি ফিরেছে এলাকায় রৌমারীতে ৬নং চরশৌলমারী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে সংখ্যালঘুর বসতঘর ভাংচুর লুটপাট ও দখল, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন বাঁশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত পাইকগাছায় পরোয়ানাভুক্ত’সহ অন্যান্য মামলায় গ্রেফতার – ৭ ইছামতি খালে নির্মাণাধীন ব্রিজের কাজ বন্ধ করে দিলো জনতা পাইকগাছায় দেলুটি’র ২ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (WDMC) মিটিং সেন্টার উদ্বোধন

পিরোজপুর জেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক আরিফুজ্জামান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৭২ বার পঠিত:

 

হাসিবুর রহমান,পিরোজপুর জেলা প্রতিনিধি:জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জেলা পর্যায়ে মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের সিনিয়র শিক্ষক মোঃ আরিফুজ্জামান।

বিগত বছরগুলোতেও তিনি একাধিকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।তবে জেলা পর্যায়ে এ বছরই প্রথমবারের মতো সফলতা পেয়েছেন।

শিক্ষাজীবনে তিনি দেশের অন্যতম সেরা কলেজ নটরডেমের ছাত্র ছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এই শিক্ষক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ কার্যক্রমে সফলতার স্বাক্ষর রাখেন।

এরই ধারাবাহিকতায় পেশাগত জীবনে তিনি বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের পরে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি বিজ্ঞান ক্লাব পরিচালনা করে আসছেন।

এছাড়াও শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির চর্চার প্রসারে তিনি বর্তমান প্রতিষ্ঠানে একটি বিতর্ক ক্লাবও প্রতিষ্ঠা করেছেন।

পেশাগত জীবনে তিনি বর্তমানে নতুন কারিকুলাম বিস্তরণ-২০২২ এর গণিত বিষয়ের মাস্টার ট্রেইনার এর দায়িত্বে নিয়োজিত আছেন।

এছাড়াও পূর্বে তিনি সেসিপ এর গণিতের মাস্টার ট্রেইনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাধ্যমিক পর্যায়ের গণিত বিষয়ের বিভিন্ন সময়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষন, সৃজনশীল প্রশ্নপত্র তৈরী প্রশিক্ষণ সহ অন্যান্য বহু প্রশিক্ষণে তিনি সফলতার সাথে অংশগ্রহণ করেছেন।

শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে তিনি কঠিন ও দুর্বোধ্য বিষয়গুলোকে শিক্ষার্থীদের বোধগম্য করার ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে থাকেন।

এক্ষেত্রে শিক্ষক বাতায়ন থেকে কনটেন্ট ডাউনলোড করেন এবং নিজের তৈরী মানসম্মত কনটেন্টগুলো নিয়মিত আপলোড করেন। নিজ দক্ষতা বৃদ্ধির জন্য মুক্তপাঠ থেকেও তিনি বহু কোর্স সম্পন্ন করেছেন।

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে তিনি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করে শিক্ষার্থী ও অভিভাবক মহলে প্রশংসিত হয়েছেন।

উদ্দমী ও প্রতিভাবান এই শিক্ষক, শিক্ষার্থীদের উৎসাহিত করে নিজ প্রতিষ্ঠানে নিয়মিত দেয়ালিকা প্রকাশ সহ বিভিন্ন উদ্ভাবনমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন করে আসছেন।

বিগত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৩ এ তিনি ব্যক্তিগত উদ্ভাবনী আইডিয়ার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছিলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2022  A2zbarta.Com
Design & Development BY Hostitbd.Com