যশোর জেলা সদর বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৭(সাত) জন আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এ ছাড়াও দিনব্যাপি অভিযানে গোপণ সংবাদের ভিত্তিতে ৪০০ গ্রাম গাঁজা সহ আরও ০৩(তিন) জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৭(সাত) জন আসামী কে গ্রেফতারের জন্য অত্র থানায় যশোর জেলা সদর বিজ্ঞ আদালতের নির্দেশনা আসলে, পুলিশের একটি চৌকশ দল অত্র থানার বিভিন্ন এলাকায় আসামীদেরকে ধরতে দিনব্যাপি বিশেষ অভিযানে নামে। এ সময় আসামীদের ঠিকানা অনুযায়ী অভিযান চালালেও তাদেরকে ধরতে বেগ পেতে হয়। পরে সোর্সের মাধ্যমে গোপণে তথ্য সংগ্রহ করে অত্র থানার বিভিন্ন এলাকায় পালিয়ে থাকা ঐ ০৭(সাত) জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী কে গ্রেফতার করে পুলিশ।
বিশেষ অভিযান পরিচালনার সময় গোপণ তথ্য পেয়ে ৪০০ গ্রাম গাঁজা সহ আরও ০৩(তিন) জন কে গ্রেফতার করা হয়। সর্বমোট ১০(দশ) জন আসামী কে গ্রেফতার করা হয়।
পরোয়ানাভুক্ত আসামীরা হলো-১। সোহাগ আলী (২০), পিতা-মৃত অলিয়ার রহমান, সাং-গাতিপাড়া, ২। মোঃ মানিক, পিতা-মোঃ রাজু আহম্মেদ, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-ভবেরবেড় (পশ্চিমপাড়া), ৩। লাল্টু হোসেন (১৯), পিতা-খুসতার খুসতাত আলী, সাং-গাতিপাড়া, ৪। মোঃ শহিদুল্লাহ (২৪), পিতা-ইমানুর রহমান, সাং-পুটখালী, ৫। মোঃ সুমন (২২), পিতা-মৃত সামসুর রহমান, মাতা-মোছাঃ হাজেরা বেগম, সাং-ভবেরবেড়, ৬। মোঃ আবুল বাশার (৪৫), পিতা-মৃত সামসুর রহমান, মাতা-হাজেরা বেগম, সাং-ভবেরবেড়, ৭। মোঃ জুলু, পিতা-রুস্তম হোসেন, সাং-ভবেরবেড় (পশ্চিমপাড়া), সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং
মাদক মামলায় ৪০০ গ্রাম গাজা সহ আসামীগণ ১। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত রবিউল হোসেন, মাতা-মৃত জবেদা খাতুন ,স্থায়ী: গ্রাম- পুটখালী (ওয়ার্ড নং-০৫) , ২। মোঃ আশরাফুল(২৬), পিতা-মোঃ মিজানুর রহমান ,স্থায়ী: গ্রাম- গাতিপাড়া, ৩। মোঃ সফি (৩৫), পিতা-মৃত শুকুর আলী ,স্থায়ী: গ্রাম- বড় আচঁড়া, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়।
১০(দশ) জন আসামীর গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন,যশোর জেলা সদর বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানার আদেশনামা অত্র থানায় এসে পৌছলে, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এঁর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ অদ্য ২০ জানুয়ারী’২০২৩ ইং তারিখ অত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঐ ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর জেলা সদর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।